আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।।
কুড়িগ্রাম বাসীর বহুল প্রত্যাশিত আন্তঃনগর ট্রেন “কুড়িগ্রাম এক্সপ্রেস” এর উদ্বােধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম রেল স্টেশনে রেল পথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে কথা বলে সবুজ পতাকা নেড়ে এবং বাঁশিতে হুইসেল দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ ট্রেনের উদ্বোধন ঘোষনা করেন। এসময় কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত হাজার হাজার জনতা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। এর আগে তিনি বলেন, কুড়িগ্রামকে আমি মজা করে বলতাম কুইড়্যা গ্রাম। এখন আর কুইড়্যা গ্রাম নেই। অনেক উন্নত হয়েছে।
তিনি বলেন, মানুষের যোগাযোগের সাথে সাথে অর্থনৈনিত উন্নতিটা হোক। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, মো.পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী প্রমুখ।
কুড়িগ্রাম রেলস্টেশন প্লাটফর্মে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি, জেলা প্রশাসক ও একজন উপকারভোগী।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের বিভিন্ন দাবীর পরিপেক্ষিতে কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এ অঞ্চলের মানুষের আবেগের কথা বিবেচনা করে একটি ভাওয়াইয়া ইনিস্টিটিউট করা সম্ভব না হলেও জেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে ভাওয়াই চর্চা, গবেষনা ও প্রচার- প্রসারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন ।
শেষে গণভবন প্রান্ত থেকে 'কুড়িগ্রাম এক্সপ্রেস' এবং রেল সেক্টরের উন্নয়ন নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
নতুন এ আন্তঃনগর ট্রেন উদ্বোধনের খবরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বুধবার ভোর থেকে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু একনজর দেখতে আসে দীর্ঘ দিনের কাঙ্খিত স্বপ্নের এই ট্রেনটি। নিরাপত্তাকর্মীদের বাধাঁ উপেক্ষা করে তারা ছুঁয়ে দেখে ট্রেনটি। চলে ফটোসেশন, সেলফি। ফেসবুকে ভাইরাল এখন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন। এ জেনো আনন্দের বন্যা কুড়িগ্রামবাসীর।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে। সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস যথারীতি ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে রংপুর-বদরগঞ্জ- পারবতীপুর-জয়পুরহাট-শান্তাহার-মাধনগর-টাঙ্গাইল-মৌচাক- বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতী শেষে ঢাকার কমলাপুর স্টেশন পৌছবে।




















