সারাদেশ ১৯ অক্টোবর, ২০১৯ ০৮:০০

বিজিবি-বিএসএফ উত্তেজনা; সীমান্তে বাসিন্দাদেরকে সতর্ক থাকার নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহীর পদ্মা ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে মাছ শিকারের সময় ভারতীয় জেলে আটক ও বিজিবির গুলিতে এক বিএসএফ জোয়ান নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের।

শুক্রবার সকালে চারঘাটের বালুঘাট এলাকায় যান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তারা। এ ঘটনায় আতঙ্কিত না হয়ে গ্রামবাসীদের সর্তক অবস্থানে থাকার পরামর্শ দেয় বিজিবি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকা থেকে দূরে অবস্থান করার নির্দেশ দেন তারা। এছাড়া ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় বিজিবি।