সারাদেশ ২০ অক্টোবর, ২০১৯ ০১:১৪

ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ এবার স্কুলছাত্রী আটক

ডেস্ক রিপোর্ট।।

ভোলার চরফ্যাশন থানার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের একটি বসতঘর থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রিতে সহায়তার অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্রীকে আটক করেছে। 

শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে রাজু ডাক্তার বাড়ির সোহাগ চৌধুরীর বসতঘরের সোকেস থেকে চরফ্যাশন থানা পুলিশ ইয়াবার এই চালান উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ চৌধুরী, তার স্ত্রী কুলসুম বিবি এবং লিজাকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছে।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতত্বে এসআই আজিজসহ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করে। এ সময় ইয়াবার কারবারি সোহাগ ও তার স্ত্রী কুলসুম বিবি পালিয়ে যান।