ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, আলগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল মোল্লা, নুরুল্লগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মীর মোশারফ হোসেন, ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. লিয়াকত মোল্লা, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের কর্মী মো. ইলিয়াস শেখ, মো. বাবুল শেখ এবং মো. সোহেল মোল্লা।
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলাসহ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া আসামিরা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছিল। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















