সারাদেশ ৩১ অক্টোবর, ২০২৪ ০৮:৩৯

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড

পুলিশ বক্স দখল করে বাস কাউন্টার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের চারটি কক্ষ দখল করে বাস কাউন্টার করা হয়েছ। এ ছাড়া অন্যান্য বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। 

জানা যায়, সাইনবোর্ড এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে গতকাল বুধবার দুপুরে ব্যাপক তাণ্ডব চালায় বিএনপির এক পক্ষ। এ সময় তারা অর্ধশতাধিক টিকিট কাউন্টারে হামলা-ভাঙচুর চালায়। হাইওয়ে পুলিশের সাইনবোর্ড পুলিশ বক্স দখল করে ঝুলিয়ে দেয় তালা। বন্ধ করে দেয় অন্তত ১০টি কাউন্টার। বিকেলে আরেক পক্ষ বাস কাউন্টার মালিকদের সঙ্গে নিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করে। তারা কাউন্টার মালিকদের আশ্বাস দেয় তাদের নিয়ন্ত্রণে থেকে ব্যবসা চালিয়ে যেতে। দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। 

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের আওতাধীন সাইনবোর্ড এলাকায় হাইওয়েতে একসঙ্গে চারটি ও পাশে দুটিসহ মোট ছয়টি কক্ষ নিয়ে পুলিশ বক্স তৈরি করেন তৎকালীন হাইওয়ে পুলিশের টিআই মশিউর আলম। অভিযোগ রয়েছে, তিনি বদলি হওয়ার পর পুলিশ বক্সের দুটি কক্ষ প্রথমে দখল করে বাস কাউন্টার করেন লিটু নামে এক ব্যক্তি। গত সেপ্টেম্বর মাসে পুলিশ বক্সের অন্য দুটি কক্ষও দখল করে নেন লিটু। সেখানে বাস কাউন্টার গড়ে তুলে ব্যবসা করছেন তিনি। 

এ বিষয়ে লিটু বলেন, তিনি অনেক টাকা খরচ করে পুলিশ বক্স তৈরি করে দিয়েছেন। সেই সুবাদে তিনি চারটি কক্ষ দখল করেছেন। 

২০২০ সালে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের সুপার আলী আহমেদ বলেন,  সাইনবোর্ডের পুলিশ বক্স কাউকে ভাড়া দেওয়া হবে না। কিন্তু তিনি বদলি হওয়ার পর পুলিশ বক্সের চারটি কক্ষ দখল করে নেয় অবৈধ দখলদাররা।

এদিকে বাস কাউন্টার মালিকরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে দেড় শতাধিক লোক কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা প্রথমে স্টারলাইন, ইউনিক হানিফ, অনন্যা সুপার পরিবহনের কাউন্টারসহ সব কাউন্টার ভাঙচুর করে। পরে তারা হাইওয়ে পুলিশের বক্স দখল করে গড়ে তোলা ছয়টি পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ করে পুলিশ বক্সে তালা লাগিয়ে দেয়। বাস কাউন্টার মালিকরা জানান, বিএনপি নেতা মোক্তারের নিয়ন্ত্রণে থেকে ব্যবসা করতে হবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা। 

বাস কাউন্টারে হামলা-দখলের খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কাউন্টার মালিকদের নিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করে।

কাউন্টারে হামলা ও দখল বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মোক্তার হোসেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, এসব বিষয়ে তিনি কিছু জানেন না।  

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, বিএনপির দু’পক্ষের মধ্যে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পুলিশ বক্সে তালা লাগানো হয়েছে।