চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি লাইটার জাহাজ থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে ২ জনের মৃত্যু হয়। বাকি একজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরা নামের লাইটার জাহাজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
তিনি বলেন, দুপুরবেলা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং তিন জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্পিডবোটে করে চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়।
তিনি আরো বলেন, লাইটার জাহাজটি মূলত চট্টগ্রামের কাপ্পো থেকে সারবোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। উদ্ধারকৃত মরদেহের প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি দেশীয় ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে হতাহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসা তিন জনের মধ্যে দুই জন মৃত অবস্থায় ছিল। বাকি এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জাহাজের কোনো মালামাল লুট হয়নি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নৌ পথে চলাচলকারী যানবাহনের সদস্যরা উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় রয়েছেন।