জেলা প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফলে শুক্রবার ভোরের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এরুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়া প্রান্তে কোনো সিরিয়াল তৈরি হয় নাই।