জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন (২৪) নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় হোসেন সদর উপজেলার চকবরকত ইউনিয়নের তেরোগাতি গ্রামের মো. বাবুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় হোসেন মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের গুলশান মোড় এলাকায় একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসে। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।