সারাদেশ ১ মে, ২০২৫ ০২:০৫

নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩৪ দগ্ধ ও একজনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি দেওয়া হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সাইফুলের বাবা জানান, আমার ছেলে মঞ্জু টেক্সটাইলে অ্যাকাউন্ট সেকশনে কাজ করে। সকালে দুইজন সিকিউরিটি গার্ডসহ ঘুরে দেখার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমার ছেলে, দুই সিকিউরিটি গার্ড ও অন্য আরেকজন দগ্ধ হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।