জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। ফলে মহাসড়কের একপাশে সীমিত আকারে যান চলাচল করতে থাকে। এর মধ্যে সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে গাড়ির গতি আরও শ্লথ হয়ে যায় এবং ভোরের দিকে যান চলাচল প্রায় থমকে দাঁড়ায়।
ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। কিন্তু সেই পথে চলাচল করতে গিয়ে আরও কয়েকটি গাড়ি আটকে পড়ে। পরে রেকার দিয়ে আটকে পড়া যানবাহন সরানো হয়। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেন।
অবশেষে সকাল সোয়া ৯টার দিকে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে ট্রাকের কারণে বেড়তলা থেকে বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে। যানবাহনের ধীরগতি এবং সড়কের গর্তের কারণে দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড মোড়ের গর্তগুলো দ্রুত ভরাট করে রাস্তার পাশ সমান করা গেলে এ ধরনের যানজট অনেকাংশে কমে যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যান চলাচল সচল রাখা যায়।





















