সারাদেশ ৩ নভেম্বর, ২০১৯ ১০:৩০

দিনাজপুরে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট ।।

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে মোর্শেদা খাতুন (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের দক্ষিণ বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে। 

নিহত মোর্শেদা খাতুন ওইপাড়ার মোকছেদ আলীর মেয়ে এবং সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে মোর্শেদা নিজ শয়ন কক্ষে বই পড়ার সময় ঘরের দরজা বন্ধ করে পড়নের ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মা অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ না পেয়ে ঘরের ছাদ দিয়ে নেমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ইতোপূর্বেও সে ২ থেকে ৩ বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। 

থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।