নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন স্বপন (২৮), তার স্ত্রী সারজানা (২৫), দুই সন্তান হাসান (৮) ও হুসেন (৪)। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝাউপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আজ সকালে গ্রামের লোকজন দেখতে পায় স্বপনের ঘরের দেয়াল ভেঙে পড়েছে। দ্রুত মাটি সরানো হয় কিন্তু ততক্ষণে স্বপন (৩০), তার স্ত্রী সারজান (২৫) এবং তাদের দুই সন্তান হোসাইন (৭) ও হাসিবুরের (৫) মৃত্যু হয়েছে। তারা একই বিছানায় শুয়ে ছিল।’





















