নিজস্ব প্রতিবেদক
চালের দাম আরেক দফা বেড়েছে। কুষ্টিয়ার মিলগুলো চালের দাম কেজি প্রতি এক টাকা করে বাড়িয়েছে। সুকৌশলে দফায় দফায় এক দুইটাকা করে দাম বাড়িয়েই যাচ্ছেন মিলকলমালিকেরা। নতুন দাম অনুযায়ী সরু মিনিকেট চাল প্রতি কেজি ৫২-৫৩ টাকা, কাজললতা ৪৮ টাকা ও বিআর আটাশ ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে মিলমালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, কেন দাম আবার বাড়ল, সে বিষয়ে জরুরিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দেশে ২০১৭ সালের পর এখন চালের দাম সবচেয়ে বেশি। ওই বছর উৎপাদন কম ছিল। কিন্তু এ বছর উৎপাদনে কোনো ঘাটতি নেই।
এদিকে মিলমালিকেরা দাবি করেন, তাঁরা উত্তরবঙ্গ থেকে ৭৫ শতাংশ ধান কিনেন। এরপর উৎপাদন খরচ। সব মিলিয়ে মিনিকেট চাল প্রতি কেজি ৫৪ টাকার নিচে বিক্রি করা অসম্ভব। তবে জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মিলগেটে মিনিকেট চালের দাম প্রতি কেজি ৫১ টাকার বেশিতে বিক্রি করা যাবে না।




















