সারাদেশ ৭ অক্টোবর, ২০২০ ০৯:০৩

রাজধানীতে বহুতল ভবনে পাওয়া গেল মানব কংকাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার পাঁচ তলা ভবনে প্রায় অর্ধশত মানুষের বাস। তবে তাদের জানা ছিল না ভবনের নিচতলার দেয়ালের ভেতরে লুকানো রয়েছে কোনো মানুষের কংকাল।

প্রাথমিকভাবে পুলিশ একে নারীর কংকাল বলে ধারণা করছে। পরিচয় জানতে ডিএনএ টেস্ট করা হচ্ছে। হত্যা রহস্য উন্মোচনে শুরু হয়েছে তদন্ত।

পানির লাইন ঠিক করতে গেলো ১৭ই সেপ্টেম্বর ভবনের নিচ তলার ফলস সিলিংয়ের দেয়াল খুড়তেই বেরিয়ে আসে মানুষের হাড়গোড়। রোমহর্ষক এই ঘটনায় রীতিমত আঁতকে উঠে ভবনের বাসিন্দারা।

পুলিশকে খবর দিলে তারা এসে পুরো কংকালটি উদ্ধার করে। এরপর থেকেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ভর করেছে।

বাসার ভাড়াটিয়া বলেন, আমরা আছি এখানে একবছর হয়নি এখনো, আমাদের পানির লাইন নষ্ট ছিলো প্রায় দশদিনের মতো। মালিককে জানানোর পর মিস্ত্রী আসছে। উনি পানির লাইন খুঁজতে ওপরে উঠেছিলো।

উঠার পর ওখানে পলিথিন দেখতে পেয়ে সেটি ধরে টান দেয় তখন কঙ্কাল দেখতে পেয়েছে। বাসার আরেক বাসিন্দা বলেন, আগের যে বাড়াটিয়া ছিলো তারা প্রায় ২০ বছর এখানে ছিলো।

নিজ বাড়ি থেকে কংকাল উদ্ধারের ঘটনায় হতবাক বাড়ির মালিকও। তিনি আর বলেন এইখানে এই বাড়িটি তৈরি করার সময় আশে পাশে অন্য কোন আর বাড়ি ছিলো না। আর ওই আমলটি বেশি সুবিধা ছিলো না।

পুলিশের ধারণা হত্যা করে লাশ গুম করতেই অপরাধীরা এই পথ বেছে নেয়। পুলিশের ফরেনসিক বিভাগ প্রাথমিক মতামতে জানিয়েছে কঙ্কালটি এক নারীর। হত্যাকাণ্ডের সময়কালের ধারণা পেতে ডিএনএ প্রতিবেদন পাবার অপেক্ষায় তদন্ত দল।

উপ- পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, ফরেনসিক পরীক্ষায় যদি কোনো আলামত মিলে, তাহলে ডিএনএ এর সাথে পরীক্ষা করে যদি কোনো মিল পাওয়া যায়। তাহলে তার ওপর ভিত্তি করে আমরা তদন্ত করছি। তারওপরেই ভিকটিমের পরিচয় বের করা হবে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা।

প্রযুক্তি ব্যবহার করে এই হত্যা রহস্য উন্মোচন করা সম্ভব হবে। অপরাধ করলে তা এক সময় প্রকাশ পাবেই এই ঘটনায় তা আবারো প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা।