বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১ ডিসেম্বর, ২০২০ ০৪:১৬

অ্যাপলকে ১০০ কোটি টাকা জরিমানা

টেক ডেস্ক

তাদের বিভিন্ন মডেলের ফোন সম্পূর্ণ পানি প্রতিরোধক দাবির জন্য অ্যাপলকে ১০ মিলিয়ন ইউরো (১০১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা) জরিমানা করেছে ইতালি। ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

টেক জায়ান্ট এটি পরিষ্কার করে দেয়নি যে, আইফোনের এই বৈশিষ্ট্যটির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত বিদ্যমান। সেটি হলো উল্লেখযোগ্যভাবে স্থির ও বিশুদ্ধ পানি দিয়ে পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়েছে, ফোনটি ব্যবহারের সাধারণ পরিস্থিতিতে নয়। এক্ষেত্রে আইফোন এইট, আইফোন এইট প্লাস, আইফোন এক্সআর, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন ইলেভেন, আইফোন ইলেভেন প্রো এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স মডেল সম্পর্কিত প্রচারমূলক দাবির উদ্ধৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ এটি অস্বীকার করার জন্য অ্যাপলকে অভিযুক্ত করেছে যে, স্মার্টফোনগুলোর জন্য ওয়ারেন্টি পানি বা তরল দ্বারা ক্ষয়ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি ভোক্তাদের বিভ্রান্ত করছে বলে মনে করে তারা। তাছাড়া, আইফোন মডেলগুলো যখন পানি বা তরল দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন অ্যাপল ওয়্যারেন্টি পরিষেবা প্রদানের অস্বীকৃতি জানায়, যা 'আক্রমণাত্মক বাণিজ্যিক অনুশীলন' হিসেবে পরিগণিত হয়। এই কারণে কর্তৃপক্ষ অ্যাপল ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল এবং অ্যাপল ইটালিয়াকে মোট ১০ মিলিয়ন ইউরো জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।