বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৬ অক্টোবর, ২০২২ ০৪:৪৭

সময় টিভির ৪ ইউটিউব চ্যানেল হ্যাকড

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট সময় টিভির পাঁচটি ইউটিউব চ্যানেলের চারটি হ্যাকড হয়েছে।  চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আজ রোববার (১৬ অক্টোবর) দুপুরে সময় টিভির মূল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি নজরে আসে।

ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে যে চ্যানেলটি আসে, সেটির নাম দেখা যায় ‘ইথিরাম ২.০’। চ্যানেলটিতে এক ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে। হ্যাকার প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।

সময় টিভির বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে ১৭.২ মিলিয়ন।

 

আমাদের কাগজ//টিএ