বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২ নভেম্বর, ২০২২ ০১:০২

আবারও চমক ইলন মাস্কের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আজকের কাগজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট বা প্রোফাইলে 'ব্লু টিক' পেতে হলে মাসে গুনতে হবে ৮ ডলার। মঙ্গলবার (১ নভেম্বর) এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। খবর বিবিসির।

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর থেকেই একের পর এক পরিবর্তনের চমক দিয়ে যাচ্ছেন মাস্ক। শুরুতেই টুইটারের সিইও পরাগ আগারওয়ালকে ছাঁটাই করেছেন তিনি। এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড তুলে দিয়ে একাই নিয়েছেন পরিচালনার দায়িত্ব। আর এবার পরিবর্তন আনতে চলেছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায়। 

মাস্ক বলেছেন, ভবিষ্যতে টুইটারে যাচাইকৃত (ভেরিফাইড) অ্যাকাউন্টের জন্য মাসে ৮ ডলার খরচ হতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফেইক অ্যাকাউন্ট/স্প্যাম/স্ক্যাম ঠেকাতেই এমন পদক্ষেপ নিতে চলেছেন তিনি। যদিও তার এই ঘোষণায় টুইটার ব্যবহারকারীরা বিরূপ প্রতিক্রিয়ার জানিয়েছেন। 


টুইটারে সাধারণত হাই প্রোফাইল ইউজার বা গণ্যমান্য ব্যক্তির প্রোফাইলে নামের পাশে একটি নীল টিক চিহ্ন থাকে, এর মাধ্যমে বোঝা যায় প্রোফাইলটি ভেরিফাইড। বর্তমানে টুইটারের এই বৈশিষ্ট্য বিনামূল্যেই উপভোগ করছেন ব্যবহারকারীরা। তবে শীঘ্রই হয়তো এতে পরিবর্তন আসতে চলেছে।

মাস্ক বলেছেন, যেসব ব্যবহারকারী টাকা দিয়ে টুইটার চালাবেন তারা উত্তর (রিপ্লাই) এবং অনুসন্ধানের (সার্চ) ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি অর্ধেক বিজ্ঞাপন দেখবেন।

ব্লু টিকের পুরনো পদ্ধতির সমালোচনা করে টুইটারে মাস্ক লিখেছেন, "জনগণের কাছে ক্ষমতা! ব্লু (টিকের) জন্য মাসে ৮ ডলার।"

সেলিব্রিটি, রাজনীতিবিদ কিংবা সাংবাদিক, যাদের ফেইক প্রোফাইল তৈরির সম্ভাবনা রয়েছে, এমন ব্যবহারকারীদের জন্য ব্লু টিক বা ভেরিফাইড প্রোফাইলের ব্যবস্থা রেখেছে টুইটার। আগের পদ্ধতি অনুযায়ী, ছোট একটি অনলাইন আবেদনের মাধ্যমে বিনামূল্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যেতো। মাস্কের টুইটের পর ধারণা করা হচ্ছে, দ্রুতই এই পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। 

 

আমাদের কাগজ//টিএ