৬ ঘণ্টা রিচার্জ বন্ধ থাকবে গ্রামীণফোনে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ৬ ঘণ্টা বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনে। এ সময় ডিজিটাল চ্যানেলের মাধ্যমে রিচার্জ বিরতি থাকবে বলে জানা গেছে। সোমবার (৮ মে) মোবাইল অপারেটরটি থেকে পাঠানো এক বার্তায় গ্রাহকদের এ তথ্য জানানো হয়।

গ্রামীণফোন জানায়, সিস্টেমের উন্নয়নের জন্য সোমবার (৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট থেকে পরদিন ৯ মে (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত নগদ, উপায়, এসএসএল কমার্সসহ কিছু ডিজিটাল চ্যানেল দিয়ে মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। তবে মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যানুযায়ী, ২০২২ সালের জুন মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৮ কোটি ৪৮ লাখ গ্রাহকই গ্রামীণফোনের।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৮ কোটি ১০ লাখ। যাদের ৫৪.৩ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।

আমাদের কাগজ/এমটি