বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২৬

আইফোন ১৬ সিরিজের তথ্য ফাঁস, যা থাকছে এতে 

আমাদের কাগজ ডেস্ক : বাজারে আইফোন ১৫ সিরিজ ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে। বহু প্রতীক্ষিত এই স্মার্টফোন হাতে পেতে দিন গুনছে অগণিত মানুষ। তবে এর মধ্যে আবার আইফোন ১৬ সিরিজের নতুন ফিচারের তথ্য ফাঁস হয়েছে। এই তথ্য জানিয়েছে অ্যাপলের বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার। জানা যায়, ক্যাপচার বাটন ও উন্নত অ্যাকশন বাটনের সঙ্গে আইফোন ১৬ সিরিজে নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প দেখা যাবে। 

নতুন আইফোনে থাকছে ‘ক্যাপচার বাটন’ যার কোডনেম ‘প্রোজেক্ট নোভা’। এটি আইফোন ১৬ বিক্রির প্রধান কারণ হবে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের একটু নিচে এটি থাকবে। বাটনটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

এছাড়া আইফোন এসই মডেলের হোম বাটনের মত বাটনটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপাসিটিভ বাটনটিতে ফোর্স সেন্সর কার্যকারিতা থাকবে। ফোর্স সেন্সর প্রয়োগকৃত শক্তি শনাক্ত করে ও শক্তির মাত্রাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। 

ক্যাপচার বাটনটি আইফোন ১৬ সিরিজের সব মডেলেই থাকবে। নতুন বাটনটিসহ আইফোন ১৬ সিরিজে ক্যাপাসিটিভ অ্যাকশন বাটন থাকতে পারে। এই হ্যাপটিক অ্যাকশন বাটনটি ‘প্রজেক্ট অ্যাটলাস’ এর আওতাধীন এবং অ্যাকশন বাটনের মত একই ধরনের ডিজাইন থাকবে। 

আইফোন ১৬ এর মত উলম্ব ক্যামেরা বিন্যাস থাকতে পারে। প্রো মডেলগুলোয় স্ক্রিন সাইজ ৬ দশমিক ১ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৯ ইঞ্চি হতে পারে। 

উল্লেখ্য যে, আইফোন ১৬ সিরিজ এখনো পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ডিজাইনগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই ক্যাপচার বাটন আইফোন ১৬ সিরিজে থাকবে নাকি তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, তবে দাম এখনও জানা যায়নি 

আমাদেরকাগজ/এমটি