বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৮ নভেম্বর, ২০২৩ ০৩:৪৬

কমতে পারে ইন্টারনেট প্যাকেজের দাম

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেটের দৌরত্ব যেমন পৃথিবী ছুঁয়েছে, তেমনি ইন্টারনেট পরিসেবাতেও অভিন্নতা এসেছে। সম্প্রতি ইন্টারনেট প্যাকেজের দাম গ্রাহকদের মধ্যে অসন্তোষ, হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আর সেটি নিয়ন্ত্রণে আনতে ও ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সিদ্ধান্তটি ১০ নভেম্বরের মধ্যে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ প্রসঙ্গত, তিন দিনের প্যাকেজ বন্ধ করায় অপারেটররা অসন্তুষ্ট।

এর আগে( মঙ্গলবার) ৭ তারিখের এক সেমিনারে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়। এ–সংক্রান্ত চিঠি অপারেটরদের পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি