আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব করোনা মহামারির প্রথম ধাক্কা সামাল না দিতেই দ্বিতীয় ধাক্কার আভাস নিয়ে চিন্তিত বিশ্ব নেতৃবৃন্দ। তাইতো আসচে শীতের মধ্যে সামনের মাসগুলোতে কানাডায় করোনা পরিস্থিতি অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মহামারির মধ্যে বড়দিন উদযাপন পুরো শীতকাল জুড়ে করোনা মোকাবিলা পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে কানাডিয়ানদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
কানাডার অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টা প্রদেশসহ অন্যান্য প্রদেশেও প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্টারিও প্রদেশের তিনটি প্রধান অঞ্চল টরন্টো, অটোয়া এবং পিল রিজিওনের জন্য সীমাবদ্ধতা জোরদার করা হয়েছে। আলর্টার ক্যালগারি এবং এডমন্টন উভয় শহরের ক্ষেত্রেই করোনা পজিটিভের হার এখন চার শতাংশের উপরে।
টরন্টো সিটির শীর্ষ চিকিৎসক আইলিন ডি ভিলা সতর্ক করে বলেছেন, টরন্টোতে মহামারির প্রথম ধাপের সংক্রমণের হারকেও ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টরন্টোতে করোনা সংক্রমণ বেড়ে যাবে। তিনি হুঁশিয়ারি দেন ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ না করলে এই শীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।



















