আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০২০ ০৯:৩৮

করোনা মোকাবিলায় দ্বিগুণ চেষ্টা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই একে রোধ করতে হবে। এই মহামারির অবসান ঘটানো এবং উন্নত ব্যবস্থা গ্রহণে সব সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।

গতকাল শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘জানুয়ারিতে আন্তর্জাতিকভাবে উদ্বেগ জানিয়ে জনগণের স্বাস্থ্যের ক্ষেত্রে যখন আমরা সর্বোচ্চ সতর্কতার কথা বলেছিলাম, তখন অনেক দেশই আমাদের কথা শুনেছিল। তার পর থেকে তারা গত ৪ ফেব্রুয়ারি দেওয়া নির্ধারিত প্যারামিটারগুলো অনুসরণ করে জাতিসংঘ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘এখনো আশা আছে এবং এখন এই ভাইরাস মোকাবিলায় প্রচেষ্টা দ্বিগুণ করার সময় এসেছে। আমরা একসঙ্গে জীবন রক্ষা ও জীবিকা নির্বাহ করা এবং এই মহামারিটি শেষ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কোনটি কাজ করে, কোনটি করে না এবং আপনাকে কোথায় কোথায় উন্নতি করতে হবে। একটি দেশ যেখানেই থাকুক না কেন, এটি একটি পুরো-সরকার এবং সমাজের সম্পূর্ণ প্রতিক্রিয়ার মাধ্যমে বদলে যেতে পারে।’