আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০২০ ০৭:৫৫

আবারও ইউরোপে করোনার সংক্রমণ বাড়ছে

ইন্টারনেশনাল ডেস্ক

ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় নতুন করে করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু ইউরোপেই মারা গেছেন হাজার ৫০০ জন ব্যক্তি। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন লাখ ১৭ হাজার।

এদিকে বিশ্বজুড়ে একদিনে করোনায় হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে লাখ ৬৫ হাজারের বেশি রোগী।যুক্তরাষ্ট্রে রবিবার করোনায় মারা গেছেন ৪৮০ জন। প্রেসিডেন্ট নির্বাচনের পর গত চার দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। রবিবার নতুন শনাক্ত হয়েছে ৯৭ হাজার। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বের মোট রোগীর ২০ শতাংশ।

বেলজিয়াম নেদারল্যান্ডসেও বিধিনিষেধের পরও সংক্রমণ বেড়েই চলেছে। বিশ্বে করোনায় পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ১২ লাখ ৬১ হাজার, মোট আক্রান্তের সংখ্যা কোটি লাখের বেশি।

ফ্রান্সে একদিনে ৩৮ হাজার এবং ইতালিতে ৩২ হাজার নতুন করোনা শনাক্ত হয়েছে। জার্মানিতে একদিনে ১৪ হাজার শনাক্ত হলেও কড়াকড়ি আরোপের বিরুদ্ধে রোববার বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ। ক্রোয়েশিয়াতেও বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।