আন্তর্জাতিক ১২ নভেম্বর, ২০২০ ১১:০৫

চীন-ভারতকে সতর্ক করল রাশিয়া, ত্রিমুখী উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-চীন সীমান্তের উত্তেজনা নিয়ে ইউরেশিয়া অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠার ব্যাপারে দুই দেশকে সতর্ক করেছে রাশিয়া। এই দুই দেশের সঙ্কটকে তৃতীয় পক্ষ তাদের ভূ-রাজনৈতিক উদ্দেশে অপব্যবহার করতে না পারে সে ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন এই সতর্কবার্তা দিয়েছেন। এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশীয় দুই পরাশক্তির উত্তেজনা ঘিরে স্বাভাবিকভাবেই রাশিয়া উদ্বিগ্ন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকসের সদস্য হওয়ায় উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

রুশ কর্মকর্তা বলেছেন, একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্মের কাঠামোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা সবার আগে আসে। এক্ষেত্রে সম্মিলিত আলোচনা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, গত প্রায় ছয় মাস ধরে ভারত এবং চীন সীমান্তের লাদাখ অঞ্চলে তিক্ত উত্তেজনার মুখোমুখি হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একাধিকবার সংঘাতেও জড়িয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈন্য হতাহতও হয়েছেন।

চীন-ভারতের উত্তেজনা ছাড়াও ইউরেশিয়া অঞ্চল গত কয়েকমাস ধরেই অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি রয়েছে। প্রাথমিকভাবে করোনাভাইরাস মহামারির উত্থান এবং বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত এই অস্থিতিশীলতা আরও বৃদ্ধি করেছে।

সূত্র : পিটিআই।