আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০২০ ০৭:৫১

করোনা ভ্যাকসিন পাবে না নিউইয়র্ক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর সাথে মানসিক দ্বন্দ্ব থাকায় কোভিড-১৯ ভ্যাকসিন পেতে নিউইয়র্কবাসীর ভালোই অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

১৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ভ্যাকসিন পেতে হলে অ্যান্ড্রু কুমোকে ভ্যাকসিনের ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে। 

এ বিষয়ে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, প্রেসিডেন্ট সব সময় ব্যক্তিগত আঘাতে বিশ্বাসী। সবকিছুতেই প্রতিশোধ নিতে ব্যস্ত। আর এ কাজে সব সময় ব্যবহার করেন সরকারী ক্ষমতা।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস বলেছেন, ভ্যাকসিন সরবরাহ না হলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবেন তিনি। অনুমোদনের পর বাইডেন-হ্যারিস প্রশাসন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরবরাহ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন তিনি।

হোয়াইট হাউসে করা সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আসছে এপ্রিলের মধ্যেই যুক্তরাষ্ট্রের সব জনগণের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নিউইয়র্কের মতো এলাকায় রাজনৈতিক কারণে তা সরবরাহ করা হবে না।

নিউইয়র্কের গভর্নর কুমো বলেছিলেন, শুধু ট্রাম্পের কথায় নয়, অনুমোদন ছাড়া ভ্যাকসিন না এলে, তা নিউইয়র্কের জনগণের জন্য ব্যবহার করা হবে না।

ট্রাম্প তাঁর সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি নিউইয়র্কের লোকজনকে ভালো জানি। তাঁরা ভ্যাকসিন চায়। এখন গভর্নর আমাদের জানাবেন, তিনি কখন ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রস্তুত।’