আন্তর্জাতিক ১৫ নভেম্বর, ২০২০ ০৫:৩৭

৬ বছর পরে মালিকের কাছে ফিরলো বিড়াল

ডেস্ক রিপোর্ট

ইলোইসি রেনেইয়ার্ড তার আদরের বিড়ালটিকে মিস্টার মাগলস নামে ডাকতেন।২০১৪ সালের বসন্তে ইংল্যান্ডে সাফোক কাউন্টির বাড়ি থেকে বিড়ালটি হারিয়ে যায়।দীর্ঘ ৬ বছর পর বিড়ালটিকে ফেরত পেয়েছেন রেনেইয়ার্ড।ওই সময় রেনেয়ার্ডের বয়স ছিল ১৮।

ইলোইসি রেনেইয়ার্ড বলেন, মিস্টার মাগলস ছিল আমার ছায়ার মতো।সবসময় আমার সঙ্গে থাকতো।

হারিয়ে যাওয়ার সময় ৩ বছরের মাগলস বেশ হৃষ্টপুষ্ট ছিল।এখন অনেক শুকিয়ে গেছে।শরীরে হাড় দৃশ্যমান। শরীরে বয়সের ছাপ পড়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর মাগলসের ছবি দেখেন রেনেইয়ার্ড।এত বছর পর মালিক ও পোষ্যের সাক্ষাৎ হলেও কেউ কাউকে চিনতে কষ্ট হয়নি।বাড়ি ফেরার পর বিড়াল সোজা তার কোলে উঠে পড়েছিল।খানিকক্ষণ দুষ্টুমি করে ঘুমিয়ে পড়ে সে।