আন্তর্জাতিক ১৬ নভেম্বর, ২০২০ ০৬:০০

আন্তর্জাতিক স্পেস সেন্টারে যাচ্ছেন যে চার নভোচারী

ইন্টারন্যাশনাল ডেস্ক

মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেস এক্স পাঁচ মাসের মধ্যেই ফের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নভোচারী পাঠাচ্ছে। নাসার অনুমোদন সাপেক্ষে তিন মার্কিন নভোচারীসহ চার জনেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠিয়েছে যুক্তরাস্ট্রের ফোরিডার কেনেডি স্পেস সেন্টার।

স্থানীয় সময় রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্পেস এক্স ও নাসার যৌথ প্রচেষ্টায় মহাকাশে যাত্রা করে তারা। এই নিয়ে দ্বিতীয় বারের মতো মহাকাশে নভোচারী পাঠালো স্পেস এক্স।

নভোচারীর মধ্যে রয়েছেন- তিনজন আমেরিকান মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার ও শ্যানন ওয়াকার। এছাড়া রয়েছেন জাপানের নভোচারী সোয়চি নোগুছি।

নাসা জানিয়েছে, এমন অভিযানের মধ্য দিয়ে মহাকাশে বাণিজ্যিকভাবে নভোচারী পাঠানোর এক নতুন যুগ শুরু হয়েছে। এদিকে এই যাত্রার জন্য নাসা ও স্পে এক্সকে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

নাসার মুখ্য প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলছেন, এটা ভেবে আমি খুব খুশি যে আমেরিকাতেই এমন মহাকাশযান তৈরি হচ্ছে, যা নিয়মিত মহাশূন্যে পাড়ি দিতে সক্ষম। ভবিষ্যতে অন্তত মহাকাশযান নিয়ে ভাবতে হবে না।
আর SpapceX বলছে, আগামী ১৫ মাসে কার্গো ক্যাপসুল এবং মহাকাশচারীদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যান পাঠানো হবে অন্তত ৭টি, তেমনই লক্ষ্য রয়েছে তাদের। মহাকাশচারীদের নিয়ে SpapceX-এর পরবর্তী মহাকাশযান পাড়ি দেবে আগামী বছরের মার্চ মাসে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে মার্কিন সংস্থাটি এতদিন শুধুমাত্র পণ্যবাহী রকেটই পাঠাত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। দীর্ঘ প্রস্তুতির পর চলতি বছরই প্রথম মহাকাশচারীদের পাঠানো হয়। আগের মতো আসন্ন অভিযানও সফল হবে বলে আশাবাদী এর সঙ্গে যুক্ত সকলে।