আন্তর্জাতিক ২৭ আগস্ট, ২০১৯ ০৬:০৮

এবার তুরষ্কের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক।।

তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার টুইটারে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেমে তুরস্কের উসকানি বন্ধে’ প্যাকেজ পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা পরে আরও বিস্তারিতভাবে উন্মোচন করা হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণা দিলেন ইসরায়েল কাতজ।

২০১৭ সালের ৬ ডিসেম্বর ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণার পর পরই বিক্ষোভে নামেন ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে ঝড় ওঠে নিন্দা আর প্রতিবাদের। ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার উদ্যোগে একই বছরের ১৩ ডিসেম্বর ইস্তানবুলে এক জরুরি সম্মেলনে ট্রাম্পের কথিত স্বীকৃতি প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ৫৭ মুসলিম দেশের জোট ওআইসি। একইসঙ্গে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় মুসলিম দেশগুলোর এ জোট।

আরো পড়ুন: আজ রাত থেকে ইজরাইলে হামলা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেন, মার্কিন সিদ্ধান্ত অকার্যকর, অবৈধ ও বেআইনি। এ উসকানিমূলক সিদ্ধান্ত থেকে তাদের অবশ্যই সরে আসতে হবে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসরায়েল একটি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র। আর মার্কিন সিদ্ধান্ত হচ্ছে তাদের সন্ত্রাসবাদের পুরস্কার।

ওই সময়ে পূর্ব জেরুজালেম ইস্যুতে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ হয় ইসরায়েল।