আন্তর্জাতিক ২৮ আগস্ট, ২০১৯ ০৫:৪৮

নতুন করে উত্তেজনায় কাশ্মীর সীমান্তে পাক কমান্ডো

আন্তর্জাতিক ডেস্ক।।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েন করেছে পাকিস্তান।

তবে পাকিস্তানের প্রায় ১০০ এসএসজি কমান্ডোর গতিবিধি নজরে আসতে তাদের উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত। কী কারণে কমান্ডো মোতায়েন করল পাকিস্তান, তা নিয়ে ভারতীয় সেনাদের অভ্যন্তরে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

আরো পড়ুন: কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনায় পাক ও চীনের সেনাপ্রধান

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ রদের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের দিক থেকে উত্তেজনা বেড়েছে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনার গোলাবর্ষণ প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে।

এর জবাবে ভারতীয় সেনারা দু’দিন আগেই কুপওয়াড়ায় কমান্ডো মোতায়েন করেছে। এবার পাকিস্তানও কমান্ডো মোতায়েন করায় নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ভারতীয় সেনারা খবর পেয়েছে, জইশ-ই-মহম্মদ-সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মিলে ভারতীয় সেনা পোস্ট ঘিরে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)।

সেই পরিকল্পনার অংশ হিসেবেই কমান্ডো মোতায়েন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন ভারত সেনারা।