আন্তর্জাতিক ডেস্ক।।
গত নির্বাচনের পর পশ্চিম বঙ্গে বিজেপির উত্থানে শান্তিতে নেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ দলের নেতাদের দুর্নীতির প্রবণতা তাঁকে এখন কুরে কুরে খাচ্ছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে মমতা বলেছেন, দলের নামে টাকা তোলা তিনি বরদাশত করবেন না। কেউ টাকা তুললে পুলিশ তাঁদের গ্রেপ্তার করবে।
২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা। ক্ষমতায় আসার পর তাঁর দলের নেতারা ঘোষণা দিয়েছিলেন, ৩৪ বছর নয়, এবার রাজ্যের শাসনক্ষমতায় ৫০ বছর থাকবে তৃণমূল। সেই আশা নিয়ে রাজ্য শাসনে ব্রতী হন মমতা। তবে দুর্ভাগ্য মমতার। নিজে সৎ নেত্রী হিসেবে প্রচার পেলেও ক্ষমতায় আসার পর তাঁর দলের নেতাদের মধ্যে ঢুকে পড়ে দুর্নীতি।
প্রথম পাঁচ বছরে মমতা বুঝতে পারেননি, তাঁর দলের নেতা-মন্ত্রীরা দুর্নীতিতে এতটা জড়িয়ে পড়ছেন। তবে দ্বিতীয় দফায় ২০১৬ সালে ক্ষমতায় আসার পর মমতার দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতির নানা ঘটনা সামনে আসে। তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়করদের নাম জড়িয়ে পড়ে সারদা, রোজভ্যালি, নারদের মতো চাঞ্চল্যকর সব মামলায়।



















