আন্তর্জাতিক ১৬ ডিসেম্বর, ২০২০ ০৭:৩৬

মায়ের ১৩ লাখ টাকা খসালেন ছয় বছরের শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক

মায়ের আইপ্যাডে থেকে গেম খেলে ১৬ হাজার ডলার খরচ করে ফেলেছে এক শিশু। ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের উইলটনে। সংবাদ সংস্থা নিউজ এইটিন জানান, ছয় বছর বয়সী জর্জ জনসন নামের এক শিশু মায়ের আইপ্যাড থেকে গেম খেলে ১৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায়, সাড়ে ১৩ লাখ টাকার বেশি) খরচ করে ফেলেছে। 

অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা গায়েব হয়ে যাওয়ায় জর্জের মা জেসিকা প্রথমে ভেবেছিলেন, তিনি হয়তো প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু ব্যাঙ্কে গিয়েই বুঝতে পারলেন পুরো বিষয়টি।

সোনিক ফোর্সেস ভিডিয়ো গেম খেলতে পছন্দ করে জর্জ। মায়ের টাকা দিয়ে সেই গেম খেলেছে সে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, চলতি বছর জুন থেকে জুলাইয়ের মধ্যে এ ঘটনা ঘটে। কিন্তু জেসিকা ঘটনাটি জানতে পারেন ৯ জুলাইয়ের পর।

জেসিকা দেখেন তার ক্রেডিট কার্ড থেকে আড়াই হাজার ডলার কেটে নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে সেই অঙ্ক পৌঁছে যায় ১৬ হাজার ২৯৩ ডলারে। এরপর প্রতারণার মামলা করেন তিনি। কিন্তু ব্যাঙ্ক জানিয়ে দেন এ ব্যাপারে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করতে।

এরপর জেসিকা জানতে পারেন সোনিক গেমে নতুন চরিত্র এবং সুবিধা পেতে ভার্চুয়াল গোল্ড রিংসহ বিভিন্ন জিনিস কিনেছে তার ছেলে। এর জন্য যে এত টাকা কাটা হয়েছে জর্জও বুঝতে পারেনি।

এ নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই, শিশু বলে কথা! তবে মাকে জানিয়ে দিয়েছে, বড় হলে এই টাকা তাকে ফিরিয়ে দেবে সে।