আন্তর্জাতিক ডেস্ক
করোনার মহামারির প্রকোপে বন্ধ দেশ ও দেশের বাহিরের সব যোগাযোগ ব্যবস্থা। আর তার মধ্যে বছরখানেক হতে চলল প্রেমিকার সঙ্গে নেই দেখা সাক্ষাৎ ডেল ম্যাকলুগলানের । তাই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে প্রেয়সীর সঙ্গে দেখা করতে মনস্থির করেন এই যুবক। সে পরিকল্পনা অনুযায়ী যাত্রাও করেন। স্কটিশ যুবকের পাগলামি দেখে অবাক বিশ্ব। কিন্তু শেষটা ঠিকঠাক হলো না বেচারা প্রেমিকের।
স্কটল্যান্ড থেকে জেট স্কি করে আইরিশ সাগর পার হওয়ার পথেই স্কটিশ যুবক ডেল ম্যাকলুগলান পেলেন পুলিশের বাধা। পুলিশের বাধায় শুধু যে বান্ধবীর সঙ্গে থাকার সুযোগ হারালেন তা-ই নয়, কোভিড-১৯ চলাকালীন নির্দেশনা অমান্যের অপরাধে জুটেছে কারাদণ্ড। সংবাদমাধ্যম বিবিসি ও নিউইয়র্ক টাইমসের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ২৮ বছরের ডেল ম্যাকলুগলান কিন্তু আগে কখনো পানির ওপর দিয়ে স্কুটার চালাননি। তা সত্ত্বেও, প্রায় সাড়ে চার ঘণ্টা জেট স্কি করে আইল থেকে হুইথরন পাড়ি দিয়েছিলেন। উদ্দেশ্য শুধু প্রিয় মানুষটির সঙ্গে দেখা করা। ডেল ভেবেছিলেন, এই পথ যেতে সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট।
এখানেই শেষ নয়, গত বৃহস্পতিবার রওনা দিয়ে সমুদ্রের পথ পেরিয়ে ২৫ কিলোমিটার পথ হেঁটে ডেল গত শুক্রবার দ্বীপে পৌঁছান বান্ধবীর বাড়িতে। পুলিশকে নিজের বাড়ি বলে ওই বাড়ির ঠিকানাই দিয়েছিলেন। পরদিনই, তিনি যে এই দ্বীপের বাসিন্দা নন, তা বুঝে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর শুনানি শেষ এ তাকে চার সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
করোনাকালের নিয়ম অনুযায়ী, বাইরে থেকে কেউ এলে তাকে অনুমতি নিয়ে আসতে হবে। নিয়ম লঙ্ঘন করলে হতে পারে তিন মাস জেল অথবা ১০ হাজার পাউন্ড জরিমানা। অন্যদিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে বেচারা ডেল নাকি মানসিক অবসাদে ভুগছিলেন।
এছাড়া সংবাদ সংস্থা থেকে জানা যায়, ওই দ্বীপে যেতে দুবার তিনি নিয়ম মেনে অনুমতি চেয়েছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। আর সে কারণেই এমন ঝুঁকি নিয়ে বসেন তিনি।



















