আন্তর্জাতিক ৩১ আগস্ট, ২০১৯ ০৩:৫১

আসামে আতঙ্কে ৪১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক।।

আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় অনলাইনে প্রকাশিত হবে। কারা ভারতের বৈধ নাগরিক ও কারা অবৈধ অভিবাসী, তা স্থির করতেই এই উদ্যোগ। প্রায় ৪১ লক্ষ আসামবাসী এই তালিকার দিকে চেয়ে রয়েছেন। প্রায় ১০ লাখ অভিবাসী নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন। 

উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করায়, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যটিতে যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে চলতি মাসের শুরুতেই জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার, সংবিধানের ৩৭০ ধারার ৩৫ক অনুচ্ছেদ বাতিল করেছে কেন্দ্র। যা মোদি সরকারের বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আসামে নাগরিক তালিকা প্রকাশও দ্বিতীয় মোদি সরকারের অন্যতম সিদ্ধান্ত বলে বিবেচিত। জাতীয় নাগরিক তালিকা প্রকাশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসামকে। কয়েক হাজার নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে রাজ্যে। আঁটোসাঁটো করা হয়েছে আসামের উত্তর পূর্ব দিকের সুরক্ষা।