আন্তর্জাতিক ৩১ আগস্ট, ২০১৯ ০৪:৪৪

আসামের ১৯ লাখ বাসিন্দা নাগরিকত্ব ফিরে পাবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক।।

আসামের নাগরিক তালিকায় নাম না থাকলেই সে বা তারা বিদেশী বা অভারতীয় বলে বিবেচিত হবে না। এক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে তাদেরকে ফরেনার্স ট্রাইব্যূনালে  আবেদন করতে হবে ১২০ দিনের মধ্যে। উল্লেখ্য যে এর আগে সেই সময় সীমাটি ছিল ৬০ দিন। এখানেও যদি সুরাহা না হয়, তবে যেকোন নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারবে। সূপ্রীম কোর্টের রায়ের আগে কাউকেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না।

উল্লেক্ষ্য নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে একজন নাগরিককে তার ভারতে তার পূর্বপুরুষের ধারাবাহিকতা ১৯৭১ সালের ২৪ মার্চের আগেও রয়েছে, এমন প্রমান দাখিল করতে হবে।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক আবেদনের জন্য পর্যাক্রমে ১০০০ সেবা কেন্দ্র খোলা হবে। আপাতত, ১০০ সেবা কেন্দ্র চালু রয়েছে। সেপ্টেম্বরের মাঝে ২০০ সেবাকেন্দ্র চালু করা হবে।