আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে বেশ কয়েকবার ভয়াবহ হামলা চালিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আবারো সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে খুব দ্রুতই সামরিক অভিযান চালানো হবে। মার্কিন সমর্থনপুষ্ট বলে কোন মিলিশিয়া গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।
এর আগে উত্তর-পশ্চিম সিরিয়ার কুর্দিদের এলাকায় অনেকবার মিলিশিয়াদের ওপর গোলাবর্ষণ করা হয়েছে। যেখানে শত শত মানুষ প্রান হারায়।
আরো পড়ুনঃ ইজরাইলকে ড্রোন হামলার মূল্য শোধ করতে হবে
ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মার্কিন ছত্রছায়ায় কুর্দিদের ওয়াইপিজি নামে সন্ত্রাসী বাহিনী প্রায়ই তুরস্ক সীমান্তে হামলা চালায়।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কথিত আইএসবিরোধী অভিযানের অন্যতম সহযোগী এই ওয়াইপিজির কর্মীরা। কিন্তু তুরস্ক এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে থাকে।



















