আন্তর্জাতিক ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৩৬

যেভাবে হাসির পাত্র হলেন প্রধানমন্ত্রী ইমরান!

আন্তর্জাতিক ডেস্ক।।

আবারো অনলাইনে হাসির পাত্র হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘দ্য প্রোফেট’-খ্যাত লেবানিজ কবি খলিল জিব্রানের বলে টুইট করায় নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন এই ‘নয়া পাকিস্তান’-এর প্রবক্তা।

ইমরান খানের অফিসিয়াল টুইটার বার্তায় খলিল জিব্রানের (১৮৮৩-১৯৩১) একটি ছবিসহ একটি ইংরেজি উক্তি প্রকাশ করা হয়। যার বাংলা অর্থ দাঁড়ায়, “আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন আনন্দময়। আমি জেগে উঠে দেখলাম জীবন কর্মময়। আমি কাজ করলাম এবং দেখলাম কাজেই আনন্দ।”

শুধু তাই নয়, এই বাণীটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার তার ব্যাখ্যায় জীবন সম্পর্কে জিব্রানের প্রজ্ঞা ও বোধ তুলে ধরার চেষ্টা করেন।