আন্তর্জাতিক ২৯ জানুয়ারি, ২০২১ ০৩:২৮

হিজাবের অনুমতি পেলো যে দেশের নারী সেনারা

ডেস্ক রিপোর্ট

সাউথ আফ্রিকার সেনাবাহিনী তাদের পোশাক নীতিতে বদল এনেছে। এখন থেকে মুসলিম নারীরা হিজাব পরতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সাউথ আফ্রিকার সেনাবাহিনীর মুখপাত্র এমন তথ্য জানান। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, সম্প্রতি সাউথ আফ্রিকার সেনাবাহিনী তাদের পোশাক নীতিতে পরিবর্তন আনে।

২০১৮ সালের জুনে দেশটির সেনাবাহিনীর মেজর ফাতিমা ইসাকসকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা হিজাব খুলতে বললে তিনি তা করেননি। সেসময় ইসাকসের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল। তবে ২০২০ সালের জানুয়ারিতে ইসাকসের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেয় সামরিক আদালত।

এদিকে সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স (এসএএনডিএফ) চলতি সপ্তাহ থেকে মুসলিম নারীদের দায়িত্ব পালনের সময়ে হিজাব পরার অনুমতি দিয়েছে।

সেনাবাহিনীর পোশাক নীতিতে পরিবর্তন আনাকে বিজয় হিসেবে দেখছেন ইসাকস। তার মতে, ধর্মীয় বিধান পালন করার কারণে যারা বঞ্চনার শিকার হচ্ছিলেন, এটি তাদের সবার বিজয়।