আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে পাঞ্জাবের গুরুদাসপুরে পটকা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এছাড়া প্রায় অর্ধশত মানুষ এখনও বিধ্বস্ত ভবনের ভেতর আটকা পড়ে আছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুরুদাসপুরের বাটালা অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার ওই কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, বিস্ফোরণে কারখানা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আশপাশের কয়েকটি বাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করেন জরুরি সহায়তাকারী সংস্থার সদস্যরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দমকল কর্তৃপক্ষ।



















