আন্তর্জাতিক ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:১২

প্রজনন ক্ষমতায় ব্যাঘাত ঘটায় না করোনা টিকা: বিবিসি

ডেস্ক রিপোর্ট

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে টিকা প্রয়োগ করা হচ্ছে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর পোস্ট করতে দেখা গেছে বিভিন্ন ব্যক্তিকে এসব পোস্টে দাবি করা হয়েছে, করোনা টিকা নারীর প্রজনন ক্ষমতায় ব্যাঘাত ঘটাতে পারে তবে এসব দাবি 'ভিত্তিহীন' বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, ফাইজার উদ্ভাবিত করোনা টিকা নারীর প্রজনন ক্ষমতার ক্ষতিসাধন করতে পারে কিংবা গর্ভের ফুলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে

তবে এসব পোস্টকে ভিত্তিহীন বলে দাবি করে লন্ডনের কিংস কলেজের ধাত্রীবিদ্যা বিষয়ক অধ্যাপক লুসি চ্যাপেল বলেছেন, প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটানোর কোনো আশঙ্কা করোনা টিকার ক্ষেত্রে নেই