আন্তর্জাতিক ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:০৬

প্রত্যেকটি অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক।।

এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর যখন দেখা যায় সেখানে বাঙালি হিন্দুদের বড় অংশের নাম বাদ পড়েছে, তখন ক্ষমতাসীন বিজেপিকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য ৩১ আগস্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, ১৯ লক্ষেরও বেশী মানুষকে ভিনদেশী বলে ঘোষণা করা হয়। 

রবিবার তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেন, “প্রত্যেকটি অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে”। 

তিনি আরও ঘোষণা করেন, সংবিধানের ৩৭১ ধারা, যা উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দিয়ে থাকে, তা প্রত্যাহার করা বা বিকল্প করার কোনও উদ্দেশ্য নেই কেন্দ্রের।