আন্তজার্তিক ডেস্ক:রুশ বাহিনী থেকে ইউক্রেনের সেনারা বন্দরনগরী খেরসনকে মুক্ত করতে ক্রমেই এগিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পিছু হটলেও কোনো যুদ্ধ-সরঞ্জামই ফেলে যাচ্ছে না। রাশিয়ার অংশ করে নেওয়া চার অঞ্চলের একটি খেরসন।
এটি পুনরুদ্ধারে এখন যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ-সরঞ্জামের যথাযথ ব্যবহারে একের পর এক সফলতা পাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তবে খেরসন পুনরুদ্ধারে চ্যালেঞ্জ রয়েছে বলেও তারা মনে করছে। খবর ওয়াশিংটন পোস্ট ও ইউরোনিউজের।
পরিস্থিতি চরম উত্তেজনাকর বলে উল্লেখ করেছে দক্ষিণ ফ্রন্টের কাছে অবস্থানকারী ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় কমান্ডার কর্নেল রুমান কস্টেনকো বলেছেন, 'এটি খারকিভ নয়, সেখানে তারা সব গোলাবারুদ ও যানবাহন ফেলে পালিয়ে গিয়েছিল। খেরসনে তারা যুদ্ধ থেকে পিছু হটলেও সবকিছু তাদের নতুন অবস্থানে নিয়ে গেছে। এখন নতুন করে যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে।'
খেরসন ও এর আশপাশে অবস্থান করছে রুশ বাহিনী। তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে ডেনিপার নদীর পশ্চিমের অংশটি। ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি সেখানেও তাদের অবস্থান ক্রমেই কঠিন করে তুলছে। আগেই দুটি সেতু ভেঙে ফেলায় তিন দিকে ইউক্রেনীয় বাহিনী এবং অপর দিকে নদীবেষ্টিত খেরসনে রুশ বাহিনী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কা সামরিক বিশ্নেষকদের।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসন শহরের উত্তর-পূর্বের তিনটি গ্রাম মুক্ত করা হয়েছে। দক্ষিণের রণাঙ্গন থেকে প্রায় তিন মাইল দূরে যুক্তরাষ্ট্রের দেওয়া এম৭৭৭ হাউইটজার দিয়ে রুশ বাহিনীকে আঘাত করছে ইউক্রেনীয় বাহিনী। সেই সঙ্গে চলছে ড্রোন হামলা। ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ খেরসন ও মাইকোলাইভ অঞ্চলে আরও কয়েকটি এলাকা পুনরুদ্ধার করে সামনের দিকে এগোচ্ছে।