আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউগিনির ‘আইল্যান্ড অব লাভ’ খ্যাত ভালোবাসার দ্বীপে দু’টি ক্ষুদ্র জাতির মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দ্য গার্ডিয়ান নিউজ।
জানা গেছে, ভালোবাসার এ দ্বীপটি পাপুয়া নিউগিনির মিলনি বে প্রদেশে অবস্থিত। দ্বীপে কুলুমাটা এবং কুবোমা গ্রুপের মধ্যে সোমবার থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংঘর্ষ চলমান রয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান।
দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলি জানিয়েছেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে তাদের উপর লাঠি চার্জ করার নির্দেশনা দেয়া হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম



















