আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ওই ক্যাফেতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের কস্ত্রোমা শহরটির ওই ক্যাফের আগুন স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে ক্যাফেটি যে ভবনে অবস্থিত সেখানকার আড়াই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ওই অঞ্চলের গভর্নর সের্গেই সিতনিকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।’ আহতদের বিষয়ে তিনি বলেন, কারও অবস্থা আশঙ্কাজনক নয় এবং কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করে গভর্নর সিতনিকভ আরও জানিয়েছেন, পলিগন নামের ওই ক্যাফের আগুন আজ সকাল সাড়ে ৭টা নাগাদ নিভিয়ে ফেলা হয়েছে।
আমাদের কাগজ//টিএ



















