আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ায় বুকোবা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।
বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, প্রিসিসন এয়ারের দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলো তাদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি তানজানিয়ার রাজধানী দার ই সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র বিমানটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকার কর্মী এবং স্থানীয় জেলেরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
এদিকে বিমান দুর্ঘটনার পর তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, প্রিসিসন এয়ারের বিমান দুর্ঘটনার দুঃখজনক খবর জানতে পেরেছি আমি। এ মুহূর্তে শান্ত থাকতে হবে এবং যখন উদ্ধারকাজ চলছে আমাদের সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।
আমাদের কাগজ//টিএ






















