আন্তর্জাতিক ডেস্ক: আগাম নির্বাচনের দাবিতে আবারও রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (৬ নভেম্বর) লাহরের পর্বাঞ্চলের একটি হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এ ঘোষনা দেন তিনি।
ইমরান খান জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে এ যাত্রা শুরু হবে। এর আগে তার ওপর হামলার কারণে লংমার্চের কার্যক্রম স্থগিত করা হয়। আল-জাজিরার খবর
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ওয়াজিরাবাদ থেকেই মঙ্গলবার লং মার্চ শুরু হবে। এর আগে সেখানেই ইমরান খানের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন।
৭০ বছর বয়সী ইমরান খান জানিয়েছেন, লং মার্চ শুরু হলেও এখনই তিনি যোগ দেবেন না। তবে এটি যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন তিনি যোগ দেবেন।
এদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ইমরান।
আমাদেরকাগজ/এইচএম



















