আন্তর্জাতিক ৭ নভেম্বর, ২০২২ ০৩:৫৮

করোনা বিধিনিষেধ তুলে নিলো আরব আমিরাত

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আস্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির কারণে জারিকৃত সকল বিধিনিষেধ তুলে নিলো সংযুক্ত আরব আমিরাত। রবিবার (৬ অক্টোবর) আমিরাত সরকার জানায়, সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।

আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সকল জনপরিসরে (পাবলিক প্লেস) মাস্ক পরিধান ঐচ্ছিক থাকবে। অর্থাৎ এতে করে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে এতোদিনের বাধ্যবাধকতা এখন শিথিল হলো। সংযুক্ত আরব আমিরাতের সরকার ঘোষণা করেছে, মসজিদ, উপাসনালয়, উন্মুক্ত জায়গা এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেসমাস্ক পরা ঐচ্ছিক বলে বিবেচিত হবে।

তবে করোনা পজিটিভ হলে পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। খেলাধূলার মতো বিষয়ে কর্তৃপক্ষ করোনার টিকাদানের সার্টিফিকেট চাইতে পারবে। 

 

আমাদের কাগজ//টিএ