আন্তর্জাতিক ১৪ নভেম্বর, ২০২২ ০৮:১৫

প্রেমিকাকে খুন করে ৩৫ টুকরো করলো যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এক ব্যক্তির বিরুদ্ধে তার প্রেমিকাকে খুন করে ৩৫ টুকরো করার অভিযোগ উঠেছে। এরপর লাশের টুকরোগুলো দিল্লির একটি জঙ্গলে পুঁততে আফতাব আমিন পুনাওয়ালা নামের ওই ব্যক্তি প্রতি রাতে ২টার সময় বাসা থেকে বের হতেন। এমনটাই বলছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, আফতাব আমিন পুনাওয়ালা নামের ওই ব্যক্তি তার প্রেমিকা শ্রদ্ধাকে গত ১৮ মে খুন করার পর মৃতদেহ ৩৫ টুকরো করেন। এরপর সেগুলো রাখতে তিনি নতুন একটি ফ্রিজও কেনেন বলে ভাষ্য পুলিশের বিভিন্ন সূত্রের। পরের ১৮ রাত ধরে আফতাব দিল্লির মেহরৌলি জঙ্গলের বিভিন্ন অংশে ওই টুকরোগুলো পুঁতে ফেলেন।

নিহত শ্রদ্ধা নামের ২৬ বছর বয়সী তরুণী মুম্বাইয়ে একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন, সেখানেই আফতাবের সঙ্গে পরিচয় হয় তার। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু তাদের এ সম্পর্ক শ্রদ্ধার পরিবার মেনে না নেওয়ায় দুজন পালিয়ে দিল্লি চলে যান। মঙ্গলবার শ্রদ্ধার বাবা বিকাশ মদন মেয়ের খোঁজে দিল্লিতে আসেন। শ্রদ্ধার ফ্ল্যাটে গিয়ে সেটি বন্ধ দেখার পর তিনি মেহরৌলি পুলিশের দ্বারস্থ হন এবং মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় শনিবার আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে আফতাব পুলিশকে জানান, শ্রদ্ধা বিয়ে করতে চাওয়ায় তাদের দুজনের মধ্যে নিয়মিত ঝগড়া হতো। তারই এক পর্যায়ে প্রেমিকাকে খুন ও লাশ গুম করতে শরীরের আলাদা আলাদা টুকরো জঙ্গলে পুঁতে ফেলা হয়, বলছে পুলিশের সূত্রগুলো।

আমাদের কাগজ//জেডআই