আন্তর্জাতিক ৫ ডিসেম্বর, ২০২২ ১০:৩৪

নাইজেরিয়ার মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

ছবি:রয়টার্স

ছবি:রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের একটি মসজিদে এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কয়েকজনকে মসজিদ থেকে অপহরণ করা হয়। এই হামলাকারীরা দস্যু হিসেবে পরিচিত। তারা আক্রমণ, মানুষকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণ করে। হামলাকারীরা গ্রামবাসীদের থেকে ফসল চাষ এবং তার সুরক্ষার জন্য ফিও দাবি করে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘বন্দুকধারীরা মোটরসাইকেলে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এর ফলে মসজিদে নামাজ পড়তে আসা ব্যক্তিরা পালাতে বাধ্য হয়। এ সময় তারা প্রধান ইমামসহ ১২ জনকে গুলি করে হত্যা করে।’

ফুয়ান্তার আরেক বাসিন্দা আবদুল্লাহ মোহাম্মদ বলেন, ‘তারা বেশ কিছু লোকজনকে জড়ো করে ঝোঁপের কাছে নিয়ে যায়। আমি প্রার্থনা করছিলাম নিরীহ মানুষগুলো যেন দস্যুদের কাছ থেকে রেহাই পায়।’

কাটসিনা পুলিশের মুখপাত্র গাম্ব ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েকজন বাসিন্দার সহযোগিতায় নামাজ পড়তে আসা কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।’

সূত্র: রয়টার্স

 

আমাদের কাগজ//টিএ