আন্তর্জাতিক ১১ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৮

নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা,জানা যায়নি নাম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মানদৌসের দাপট যেতে না যেতেই আবারও ঘূর্ণিঝড়ের পূর্ভাবাস জানিয়েছেন ভারতের আবহাওয়া অফিস। 

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তাহলে এটি কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। 


ভারতের আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাস টুইটারে লেখেন, আসছে ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিপাক। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঐ ঘূর্ণিপাক নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি লিখেন, শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। যদিও ঘূর্ণিঝড় তৈরি হবেই- এমন কথা নিশ্চিত বলা যাচ্ছে না। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এর আগে, ঘূর্ণিঝড় মানদৌসের দাপটে ভারতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতির আভাস পাওয়া গেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ২টা পর্যন্ত ঘূর্ণিঝড় মানদৌস আছড়ে পড়ে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে। সেসময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

আমাদের কাগজ/এম টি