আন্তর্জাতিক ১১ ডিসেম্বর, ২০২২ ০৪:০০

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে আবারও কমল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গেলো এক সপ্তাহে বিশ্বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। 

এক সপ্তাহেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০ শতাংশের ওপরে কমে গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামেও বড় পতন হয়েছে। এতে এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে চলে এসেছে জ্বালানি তেল।

গেল সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৯ দশমিক ৯৭ ডলার। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার এক পর্যায়ে তা বেড়ে ৮২ দশমিক ৩৩ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

 

ধারাবাহিকভাবে দাম কমতে কমতে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৭১ দশমিক শূন্য ২ ডলার। গত বছরের ডিসেম্বরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের এত কম দাম আর দেখা যায়নি।

এর আগে সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। তখন চীনে করোনাভাইরাস সম্পর্কিত লকডাউন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার বৃদ্ধি এবং ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেঁকে বসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল বলে জানিয়েছিলেন বিশ্লষকেরা।

প্রসঙ্গত, গত বছরের জুন থেকে তেলের দাম বৃদ্ধির প্রবণতায় নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত বছরের জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে। জ্বালানি তেলের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে পরের কয়েক মাস। এতে গত বছরের অক্টোবরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮০ ডলার স্পর্শ করে। যার মাধ্যমে ২০১৪ সালের নভেম্বরের পর আবারও অপরিশোধিত তেলের ব্যারেল ৮০ ডলারের দেখা পায়। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৭৫ ডলারে থেকে ২০২১ সাল শেষ হয়।

আর চলতি বছরের প্রথম কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৬ ডলারে। সে হিসেবে বছরের শুরুর থেকে বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫ ডলার কম আছে।

দাম হ্রাসের প্রসঙ্গে বারবার বলা হয়, বাজার স্থিতিশীল হলে দাম কমানো হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের পূর্বাভাস, ২০২৩ সালে বিশ্বের উন্নত দেশগুলোতে মন্দাভাব বিরাজ করবে। চাহিদা খুব একটা বাড়বে না। তবে চীন শূন্য কোভিড নীতি থেকে ত্যাগের কথা বললেও সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সময় লাগবে। এই বাস্তবতায় জ্বালানি তেলের দাম আর খুব একটা বাড়বে না বলেই বিশ্লেষকদের পূর্বাভাস।

আমাদের কাগজ/এম টি